টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা হল রুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।
কর্মশালায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ করণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস) স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু।
কর্মশালায় টাঙ্গাইল সদর উপজেলার কোর রোড হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ১৮টি রাস্তা প্রশস্ত করনের লক্ষে কর্মশালায় প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়। যা পরবর্তীতে আরো যাচাই-বাছাই করে রাস্তাগুলো প্রকল্প আকারে বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া এর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর এ আলম, মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হোসেন, গালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম খান, জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক মোখাখারুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় টাঙ্গাইল সদর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজনকে মনোনীত করায় ঐক্যবদ্ধভাবে উৎফুল্ল বিএনপি নেতাকর্মী
কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা
সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড