November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 6:59 pm

সাভারে ‘বিকেএসপি কাপ-হকি’তে বিকেএসপি লাল চ্যাম্পিয়ন

 

সাভারে বিকেএসপি আয়োজিত তারুণ্যের উৎসব বিকেএসপি কাপ হকি (অ-১৯)প্রতিযোগিতা-২০২৫ এ বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিকেএসপি লাল টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে বিকেএসপি সবুজ দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে বিকেএসপি’র দুই দলের মধ্যকার খেলা ২-২ গোলে অমিমাংসীত ছিল।

বিকেএসপি সবুজ দলের তাওসান হোসেন সারার ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং ফাইনালে শ্যুটআউটে ৩ গোল ঠেকিয়ে বিকেএসপি লাল দলের রায়হানুল ইসলাম সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে। টুর্নামেন্টের প্রথম সেমিতে বিকেএসপি লাল ময়মনসিংহকে এবং দ্বিতীয় সেমিতে বিকেএসপি সবুজ দিনাজপুরকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ন হয়। তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে ময়মনসিংহ দল  দিনাজপুরকে পরাজিত করে। বিকেএসপির  মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য- গত ২৯ অক্টোবর টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। বিকেএসপির ২টি দল সহ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও দিনাজপুর হকি দল ৬দিন ব্যাপি অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।