Tuesday, November 4th, 2025, 7:01 pm

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত এই প্রার্থী নির্বাচনী মাঠে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন।

ঘোষিত তালিকায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় সুনামধন্য সমাজসেবক হিসেবে পরিচিত।