November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 7:05 pm

মুরাদনগরে শিশু আদিবা হত্যা রোমহষর্ক ঘটনা মূল হোতা গ্রেফতার

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 271.94452;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 44;

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনা আদিবা (৬) হত্যা রোমহর্ষক ঘটনা ফুটে উঠেছে।

নাম না প্রকাশের সর্তে কয়েকজন বলেন, এমন ভয়ঙ্কর অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়। আদিবা নিয়ে সিমানারপাড় গ্রাম এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও শোকের জন্ম দেয়। আদিবার হত্যাকারী আব্দুল্লাহ নিজেই জানাজা ও দাফন-কাফনের গত সোমবার(৩ নভেম্বর) সকালে গ্রামবাসীর আয়োজিত সিমানারপাড় গ্রামের মানববন্ধনে নেচে নেচে আদিবা হত্যা চিৎকার করে বিচার চায় খুনি আবুল হাসানাত আব্দুল্লাহ।  আদিবা জানাজা, মাটি দেয়। মোনাজাত করে আদিবার রুহের মাগফেরাত কামনা করে। চাচাচাচিকে শান্তনা দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাসানাত আব্দুল্লাহ(১৯) শিশু আদিবা জাহান মীম (৬ বছর ১মাসকে খুন করেছে। হাসানাত আবদুল্লাহ সম্পর্কে আদিবা জাহান মীমের চাচাত ভাই। সে কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানার সিমানার গ্রামের আবদুর রশিদের ছেলে। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নিখোঁজ হয়। ২৫ অক্টোবর শনিবার আদিবার পিতা বাঙ্গরা বাজার থানা একটি নিখোঁজ সংবাদ ডায়েরি করেন। শুক্রুবার (৩১ অক্টোবর) বাড়ীর পাশে আদিবা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। হত্যা কান্ডের ১২ দিন পর, সোমবার (৩ নভেম্বর) রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশ আদিবা হত্যার মূল হোতা হাসানাত আব্দুল্লাহকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে কুমিল্লা নারী ও  শিশু নির্যাতন ট্রাইবুন্যাল ১১নং আমলী আদালতে হাজির করলে, বিজ্ঞ বিচারক আবিদা সুলতানা মলি ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের সূত্রে জানা গেছে, খুনি আবুল হাসানাত আব্দুল্লাহ এসএসসি পাশ করে একটি কলেজে ভর্তি হয়। এতে তার পড়াশোনা করবেনা বলে তার পিতা মাতাকে জানায়। ব্যবসা করবে বা বিদেশে যাবে বলে তার পিতামাতা কাছে টাকা চায়। পিতামাতা গরীব হওয়া ব্যবসা করতে টাকা দিতে পারবে না বলে জানায়। এতে ফন্দি আটে আবুল হাসানাত আব্দুল্লাহ তার চাচা আদিবা পিতা অনেক টাকা রয়েছে। টাকার লোভের বসে আদিবাকে অপহরণ করে ১লাখ টাকা চায়। টাকা না দেওয়ায় শিশু আদিবাকে ধর্ষণসহ হত্যা করে বাড়ীর পাশে পুকুরে ফেলে ফেলে দেয়।

বাঙ্গরা বাজার থানা ওসি মাহফুজুর রহমান বলেন, আমি কোন ভাস্য দিতে পারবো না। আমার উপরের কর্তৃপক্ষ ভাস্য দিবেন। তিনি আরও বলেন, আদিবা হত্যার পর তিনটি নাম্বার থেকে আদিবার পিতা আবু হানিফের কাছে ১লাখ টাকা আদিবা মুক্তপণ টাকা চায়। মুক্তিপন টাকা দিতে দেরী হওয়ার আদিবাকে হত্যা করে পাথরের পিলার গলায় বেধে পুকুরে ফেলে দিয়ে বাড়ীতে চলে আসে। এবং তার বন্ধু বিবাহিত বোনের পরিত্যক্ত মোবাইল সিম সংগ্রহ করে। ওই সিমসহ বিভিন্ন সিম দিয়ে আদিবা পিতার কাছে ১ লাখ টাকা চায়। টাকা না দেওয়ায় আদিবাকে হত্যা করে।