Tuesday, November 4th, 2025, 7:19 pm

নিউইয়র্কে মেয়র নির্বাচনে ভোটগ্রহণ চলছে, জরিপে এগিয়ে জোহরান মামদানি

ছবি: বিবিসি

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে শুরু হয়েছে বহুল আলোচিত মেয়র নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকে সব ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা পর্যন্ত)।

শহরের এই গুরুত্বপূর্ণ পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—৩৪ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ও কুইন্সের রাজ্য পরিষদ সদস্য জোহরান মামদানি (ডেমোক্র্যাট), স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো, এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া।

সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত প্রকাশিত বেশিরভাগ জরিপে দেখা গেছে, প্রগতিশীল প্রার্থী জোহরান মামদানি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রয়েছেন।

এর আগে ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত আগাম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ভোটার ভোট দিয়েছেন।

চার বছর অন্তর অনুষ্ঠিত হয় নিউইয়র্কের মেয়র নির্বাচন। একজন প্রার্থী সর্বোচ্চ দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

এ বছরের নির্বাচন বিশেষ গুরুত্ব পেয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার কারণে, যেখানে লড়াই হচ্ছে প্রগতিশীল, প্রতিষ্ঠাবাদী ও রক্ষণশীল শিবিরের মধ্যে।

এনএনবাংলা/