আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এখনো ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। ঘোষণাবহির্ভূত আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন, যেখানে দলের মনোনয়নের প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (৩ নভেম্বর) প্রার্থীদের তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি লিখেন, বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর একাধিকবার হামলা হলে তিনিই গণমাধ্যমে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করেছেন। বিএনপির মনোনয়ন দৌড়ে তিনি ছিলেন সবচেয়ে যোগ্য ও এগিয়ে থাকা প্রার্থী। এমন একজন নেত্রীকে মনোনয়ন না দেওয়া দলটির জন্য বড় ধরনের অবিচার।
হিরো আলম আরও লেখেন, আগামী দিনের দেশগঠনের নায়ক তারেক রহমান ভাইয়ের কাছে অনুরোধ করছি, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো সাহসী ও দেশপ্রেমিক মানুষের প্রয়োজন।
এনএনবাংলা/

আরও পড়ুন
আবারও উপস্থাপনায় তাহসান
ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ২৬ জনের মৃত্যু
নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলা করলো দুদক