November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 8:07 pm

মনোনয়ন না পাওয়ায় কুমিল্লায় বিএনপি নেতা ইয়াছিনের সমর্থকদের মশাল মিছিল

 

কুমিল্লা-৬ (সদর–সিটি করপোরেশন–সেনানিবাস–সদর দক্ষিণ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা। মনোনয়নকে ‘অবৈধ’ উল্লেখ করে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীতে মশাল মিছিল বের করেন তারা।

সন্ধ্যা মাগরিবের নামাজের পর ধর্মসাগর পাড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক হাতে মশাল নিয়ে মিছিল শুরু করেন। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কান্দিরপাড়সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিছিল চলাকালে তারা ‘ভাইস্যা আসা নমিনেশন, মানি না মানবো না’, ‘এই কুমিল্লার মাটি, ইয়াছিন ভাইয়ের ঘাঁটি’, ‘সিন্ডিকেটের নমিনেশন, মানি না মানবো না’ ও ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান তারা

বিষয়টি নিয়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, গত ১৭ বছর ধরে দলের দুর্দিনে পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। আমার নেতাকর্মীরা মামলায়-হামলায় পড়লে আমি ছিলাম তাদের পাশে। আজ তারা হতাশ। আমার মনে হয়, আমার বিষয়ে দলের হাইকমান্ডে সঠিক বার্তা পৌঁছায়নি। আমার সমর্থকরা সেই বার্তাটিই জানাতে বিক্ষোভ করছে। যারা বিক্ষোভ করছে, তারাও বিএনপিরই অংশ। আমি আশা করি দল সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে।

এর আগে সোমবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ইয়াছিনের অনুসারীরা। পরে রাত ১১টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচিও পালন করেন তারা। মঙ্গলবার সকালে ফের অবরোধের ঘোষণা দিলেও পরে কর্মসূচি স্থগিত করা হয়।

প্রসঙ্গত, সোমবার বিকেলে বিএনপি সারাদেশে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। একই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও দুইজন— বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। এ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হকের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

এনএনবাংলা/