ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে বিএনপির দলীয় প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শত শত ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতাকর্মী। বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আব্দুল করিম সরকারের সমর্থকরা এ মিছিল করেন। খবর কালের কণ্ঠ
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর ফুলবাড়িয়া উপজেলা সদরে কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. আব্দুল করিম সরকারের নেতাকর্মী ও সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রধান প্রধান সড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে।
মিছিল শেষে বিএনপির নেতারা বলেন, আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিল করতে হবে।
মনোনয়ন বাতিল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আব্দুল করিম সরকার বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে রাজপথে আন্দোলন করেছেন। প্রায় অর্ধ-শতাধিক মামলার আসামি হয়ে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। তার মতো ত্যাগী নেতাকে বাদ দিয়ে জনবিচ্ছিন্ন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
যা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মানতে পারছে না এবং মানবে না। আখতারুল আলম ফারুকের মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় নেতা আব্দুল করিম সরকারকে মনোনয়ন দিতে হবে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. আশিকুল হক আশিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ আহামেদ মাসুদ, অ্যাডভোকেট হুমায়ুন কবীর, জেলা যুবদলের সহসভাপতি আনার সাদাত আনার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য সচিব কুদরতে কামাল উজ্জ্বল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুল কবির সালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, সদস্যসচিব আল আমিন সাদাত প্রমুখ।
এনএনবাংলা/

আরও পড়ুন
আবারও উপস্থাপনায় তাহসান
ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ২৬ জনের মৃত্যু
নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলা করলো দুদক