November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 8:36 pm

টকশোতে কথার ফুলঝুড়ি: রুমিন ফারহানাকে ধানের শীষের যোগ্য মনে করেনি বিএনপি

 

গত কয়েক বছরে টকশো, সামাজিক মাধ্যমসহ নানা ক্ষেত্রে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন, বেফাঁস মন্তব্য করে মাঝেমধ্যেই হয়েছেন সমালোচিত। গতকাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ২৩৭ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে। যেখানে জায়গা হয়নি বাকপটু রুমিন ফারহানার।

যদিও ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। সোমবার বিএনপি তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে রুমিন ফারহানার নাম না থাকা নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের হাস্যরস মন্তব্য করেছেন অনেকেই।

এ বছরের ২৪ আগস্ট (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ বলে অবিহিত করেন। হাসনাত আরও বলেছিলেন, বিএনপির মধ্যেও অনেকে আছেন, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টাকারী।

এই বক্তব্যের জবাবে ২৫ আগস্ট সামাজিকমাধ্যমে রুমিন ফারহানা কড়া প্রতিক্রিয়া জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, ‘এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?’

এ ঘটনায় রুমিনকে ঘিরে বিএনপিতেও ক্ষোভ দেখা দিয়েছিল। রুমিন ফারহানা পরে অবশ্য দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের চাপে হাসনাত আবদুল্লাহকে উপহার পাঠিয়ে বিষয়টি মীমাংসা করেন।

এর আগে বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ধানমন্ডি ৩২নম্বর ভাঙচুরের ঘটনাকে ‘বিভৎস মববাজি’ বলে আখ্যা দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন।

এদিকে আজ বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে রুমিন ফারহানার কাছে দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন করা হয়, মনোনয়ন নিয়ে আপনি এখনও আশাবাদী কিনা? তিনি বলেন, ‘আমি আশাবাদীও নই হতাশাবাদীও নই। আমার নির্বাচন, আমার রাজনীতি, আমি আমার মতো চালিয়ে যাবো ফর শিওর। আমার নেতা-কর্মী আমার সাথে আছে। ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে আমি ছিলাম, আছি থাকবো। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে।’

বিএনপি ছেড়ে দেবেন কিনা এমন প্রশ্ন ফারহানা বলেন, প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না।

তবে রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার পেছনে তার অযথা কথা, দলের হাইকমান্ডের বাইরে গিয়ে নিজেকে জাহির করার প্রবণতাসহ অতিরিক্ত ‘রাজনৈতিক বাকযুদ্ধ’ই তার কাল হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এনএনবাংলা/