দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সংসদ সদস্য মো. নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে প্রায় ৪৫ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক এ. এম. তাহের বাদী হয়ে কমিশনের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, নুরজাহান বেগম চলতি বছরের ১০ এপ্রিল কমিশনে ৫৩ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার টাকার সম্পদের হিসাব দাখিল করেন। যাচাই-বাছাইয়ে তার নামে একই পরিমাণ সম্পদের তথ্য মেলে।
তবে তদন্তে দেখা যায়, তার বৈধ আয়ের উৎস ১৬ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার টাকা, আর পারিবারিক ব্যয় ৮ কোটি ১৫ লাখ ৮২ হাজার টাকা। এতে নীট আয় দাঁড়ায় ৮ কোটি ২৯ লাখ ৭১ হাজার টাকা, যা থেকে ৪৫ কোটি ৩৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মেলে।
এছাড়া, নুরজাহান বেগমের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফেনী শাখায় একটি চলতি হিসাব থেকে ২০১৯ সালের ২২ জুন থেকে ২০২৪ সালের ১৩ আগস্ট পর্যন্ত প্রায় ৪৩ কোটি ৩১ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
দুদক বলছে, এসব লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অন্তর্ভুক্ত।
এনএনবাংলা/

আরও পড়ুন
আবারও উপস্থাপনায় তাহসান
ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ২৬ জনের মৃত্যু
বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ