জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আবারও ফিরছে নতুন আয়োজনে। দ্বিতীয় সিজনের উপস্থাপনায় থাকছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান—যেমন ছিলেন প্রথম সিজনেও।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর এক পাঁচতারা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে বঙ্গ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিসেম্বর থেকেই শুরু হবে সিজন-২ এর শুটিং, আর এবার থাকছে আরও বেশি হাসি, মজা ও পারিবারিক আনন্দে ভরপুর পর্ব।
নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারগুলোকে আবারও একই সোফায় ফিরিয়ে এনেছে, তৈরি করেছে মিষ্টি সব তর্ক-বিতর্ক ও হাসির মুহূর্ত। সিজন-২ আরও বড় পরিসরে হতে যাচ্ছে—আমি সারা দেশের নতুন পরিবারদের সঙ্গে দেখা করতে, হাসতে ও স্মৃতি তৈরি করতে মুখিয়ে আছি।
একই সঙ্গে সিজন-২ এর রেজিস্ট্রেশনও শুরু হয়েছে। সারা দেশের আগ্রহী পরিবারগুলোকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বঙ্গ। যারা পরিবারের সঙ্গে আনন্দ করতে ভালোবাসেন বা নতুন কোনো চ্যালেঞ্জ নিতে চান, তাদের এই প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
বঙ্গ জানায়, প্রথম সিজনটি ছিল সফল। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে তা ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২.৫ কোটির বেশি ইউনিক দর্শকের সম্পৃক্ততা পেয়েছিল। এখনো বঙ্গ প্ল্যাটফর্মে বিনামূল্যে দেখা যাচ্ছে প্রথম সিজনের পর্বগুলো।
প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াহিদুল ইসলাম শুভ্র, যেখানে সারা দেশ থেকে ৪৮টি পরিবার অংশ নেয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ২৬ জনের মৃত্যু
নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলা করলো দুদক
বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ