কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি মারছা বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠান।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রামমুখী বেপরোয়া গতির মারছা বাসটির সঙ্গে কক্সবাজারগামী একটি নোহা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তার ধারে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। বাসটির সামনের আয়না, দরজা ও অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় গাড়িগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ওসি মেহেদী হাসান আরও জানান, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়িই মালুমঘাট হাইওয়ে থানায় জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
গণসংযোগের সময় বিএনপি মনোনীত প্রার্থীসহ ২ জন গুলিবিদ্ধ
সিআরআই জালিয়াতি: জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী