November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 5th, 2025, 3:36 pm

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি প্রার্থী না-ও দিতে পারে। তিনি জানান, “যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের আসনগুলোতে আমরা প্রার্থী না দেওয়ার বিষয়টি বিবেচনা করছি।

তিনি আরও বলেন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে আমাদের সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোট গঠনের বিষয়টি বিবেচনা করা হবে।

এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার সঠিকভাবে পালন করতে না পারায় এখনও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া।

এনএনবাংলা/