চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেছেন বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের কর্মী-সমর্থকরা।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এম এ হান্নানের মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ করেন। তারা টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল করে সমর্থকরা পৌর বাস স্ট্যান্ডে একত্রিত হন। তারা দাবি করেন, এম এ হান্নান দীর্ঘ ১৭ বছর দলীয় কর্মীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন। তাদের বক্তব্য, ৭২ ঘণ্টার মধ্যে যদি হান্নানের মনোনয়ন না দেওয়া হয়, তবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে।
এদিনের বিক্ষোভে ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উল্লেখ্য, সোমবারও একই দাবিতে সমর্থকরা ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
শেখ হাসিনার অপশাসন ও অপকর্ম বিষয়ক মতামত ও অন্যান্য প্রসঙ্গ
গণসংযোগের সময় বিএনপি মনোনীত প্রার্থীসহ ২ জন গুলিবিদ্ধ
সিআরআই জালিয়াতি: জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা