মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১,০৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সম্পর্কিত তথ্য বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৫,৯৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন।
উল্লেখ্য, ২০২৪ সালের পুরো বছর (জানুয়ারি থেকে ডিসেম্বর) পর্যন্ত এক লাখ ১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জনের হাসপাতাল ভর্তি হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন না পেয়ে রেলপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
সিআরআই জালিয়াতি: জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতার কর্মী-সমর্থকদের সড়ক অবরোধ