প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রতিবেদনে দুর্ঘটনার মূল কারণ হিসেবে উড্ডয়ন ত্রুটি চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “প্রশিক্ষণের সময় পাইলট যখন বিমান চালাচ্ছিলেন, পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
তদন্ত কমিটি মোট ১৫০ জনের সঙ্গে কথা বলেছে, যাদের মধ্যে রয়েছে এক্সপার্ট ও ভুক্তভোগী। কমিটি ১৬৮টি তথ্য উদ্ঘাটন করেছে এবং ৩৩টি সুপারিশ দিয়েছে। প্রধান সুপারিশ অনুযায়ী, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমানবাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনা করা হবে।
প্রেস সচিব আরও জানান, তদন্তে দেখা গেছে, দুর্ঘটনাস্থল হিসেবে ব্যবহৃত স্কুলের বিল্ডিং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিল্ডিং কোডের অনুমোদনপ্রাপ্ত নয়। মূল বিল্ডিংয়ে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে একটিই সিঁড়ি ছিল। বিশেষজ্ঞ কমিটি মনে করছেন, তিনটি সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা কমত।
অন্য সুপারিশের মধ্যে রয়েছে বরিশাল ও বগুড়ার বিদ্যমান রানওয়ে সম্প্রসারণ করা। এছাড়া নতুন সম্প্রসারিত এলাকায় রাজউকের বিল্ডিং কোড যথাযথভাবে পালন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানবাহিনীর বিমানের স্বল্পতা রয়েছে। এ ছাড়া, এয়ারপোর্টের আশেপাশে ‘ফোম টেন্ডার’ রাখার সুপারিশ করা হয়েছে। বিমানবন্দরে টেকঅফ এবং ল্যান্ডিংয়ের সময় বাড়ি, হাসপাতাল, স্কুল বা শিল্পপ্রতিষ্ঠানের উচ্চতা সীমাবদ্ধ করার বিষয়েও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে দেশের বিভিন্ন বিমানবন্দর সঠিকভাবে রক্ষণাবেক্ষণের গুরুত্বও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণ চলাকালীন বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৩৬ জন নিহত এবং শতাধিক আহত হন।
এনএনবাংলা/

আরও পড়ুন
পাস না করেই নামের সঙ্গে ‘এফসিপিএস’, জাহাঙ্গীর কবীরকে বিএমডিসির শোকজ
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
চট্টগ্রামে এমপি প্রার্থীর গণসংযোগে গুলি, বিএনপি কর্মী নিহত