কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে সময় তাদের দেহ তল্লাশী করে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাগরী ইউনিয়নের উলুখোলা ব্রীজ সংলগ্ন সেনপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ উপজেলার নাগরী ইউনিয়নের মিরারটেক বরাইতলা এলাকার নজরুল ইসলামের পূত্র রায়হান ইসলাম শান্ত (২০), গলান দক্ষিণপাড়া এলাকার মৃত সোলায়মান মিয়ার পূত্র ইফরান মিয়া (২১) এবং ঢাকার উত্তরখান থানার চামুরখান আমতলা এলাকার ওহাব আলী মোল্লার পূত্র রতন মোল্লা (৪৫) কে ইয়াবাসহ গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রথম দফায় রায়হান ও ইফরানকে ১১ পিস এবং পরে পৃথক অভিযানে রতনের কাছ থেকে ২০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার