November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 5th, 2025, 6:32 pm

সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের গণসংযোগ ও পথসভায় জনস্রোত

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,জেলা বিএনপির উপদেষ্টা ও বগুড়া-১ আসনের সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) সারিয়াকান্দি পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন তিনি। আর এ গণসংযোগ ও পথসভা জনস্রোতে পরিণত হয়। সকাল ১০ টায় বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম প্রথমে ফুলবাড়ি পার হতেই ফুলেল শুভেচ্ছা জানাতে শুরু করেন দলের নেতাকর্মী আর জনতা। এরপর সারিয়াকান্দি বাঙালি ব্রীজ থেকে পৌর বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। তাদের মুখে স্লোগান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,দলীয় প্রতীক ধানের শীষ আর কাজী রফিকুল ইসলামের নামে। সারিয়াকান্দি পৌর এলাকায় পথসভার সেই জনস্রোত মুহূর্তেই রূপ নেয় জনসমুদ্রে। সাবেক এ এমপিকে নিজেদের প্রার্থী হিসেবে পেয়ে উচ্ছ্বাসে ভেসে যান নেতাকর্মীরা। দিনভর কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ যোগ দেন। কেউ কেউ কাজী রফিকুল ইসলামকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন, বয়োজ্যেষ্ঠরা মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তাদের প্রিয় নেতাকে। রাস্তায় রাস্তায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

পৌর বিএনপির কার্যালয়ে মাটি ও মানুষের এ নেতাকে স্বাগত জানান পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি ও সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরার নেতৃত্বে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাজী রফিকুল ইসলাম বলেন,আমরা কোনো প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা ভালোবাসার প্রতীক হয়ে মানুষের হৃদয় জয় করতে চাই। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সবার কাছে ধানের শীষে ভোট চান।সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।