চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত সংসদ প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন। এসময় গুলিতে সরওয়ার বাবলা নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বায়েজিদ থানার চাইলত্যাতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
স্থানীয় নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল জানান, “এরশাদ উল্লাহ তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভা শেষে একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন। মসজিদ থেকে বের হয়ে হেঁটে যাওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি করে।”

বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন বলেন, “আমি হাসপাতালে যাচ্ছি। ঘটনার বিস্তারিত তাৎক্ষণিক কিছু জানা যায়নি।”
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া, ধানের শীষে নির্বাচনের ঘোষণা
পাস না করেই নামের সঙ্গে ‘এফসিপিএস’, জাহাঙ্গীর কবীরকে বিএমডিসির শোকজ
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ