November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 5th, 2025, 9:12 pm

শাড়িকাণ্ডে তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি পুলিশ

 

টেলিভিশন অভিনেত্রী ও মডেল তানজিন তিশার নামে ‘প্রতারণা করে বিশ্বাসভঙ্গের’ অভিযোগে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে বুধবার এ মামলা করেন এ্যাপোনিয়া ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।

মামলার শুনানি শেষে আদালত ডিবি পুলিশকে অভিযোগের তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।

মামলার এজাহারে বলা হয়েছে, জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘এ্যাপোনিয়া’-র পেজ থেকে একটি শাড়ি বেছে নেন, যার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা। শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়, এবং তিনি ভয়েস মেসেজ ও টেক্সটে আশ্বস্ত করেন যে শিগগিরই সেই শাড়ি পরে ব্র্যান্ডটির প্রচারণা করবেন।

তবে অভিযোগ অনুযায়ী, দীর্ঘ ১০ মাস পার হলেও তিনি প্রতিশ্রুতি অনুযায়ী কোনো প্রমোশন করেননি। এছাড়া তিনি ছয় মাসের বেশি সময় পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও রাখেননি।

বাদীর দাবি, তানজিন তিশা ইচ্ছাকৃতভাবে যোগাযোগ এড়িয়ে গিয়ে ‘প্রতারণা করে বিশ্বাসভঙ্গ’ করেছেন। এজন্য বাদী আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন।

আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/