November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 5th, 2025, 10:02 pm

বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া, ধানের শীষে নির্বাচনের ঘোষণা

 

আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে। তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ আসনটি ইতোমধ্যে ফাঁকা রেখেছে বিএনপি।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে রেজা কিবরিয়া জানান, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগ দেব। ইনশাআল্লাহ, হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষে নির্বাচন করব।”

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও পরাজিত হন।

এরপর তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। তবে পরবর্তীতে নুরের সঙ্গে মতবিরোধ দেখা দিলে সংগঠনটি দুইভাগে বিভক্ত হয়—একটি অংশের নেতৃত্বে নুর, অন্যটির নেতৃত্বে রেজা কিবরিয়া। পরবর্তীতে তিনি রাজনীতি থেকে কিছুটা দূরে সরে যান এবং গণঅধিকার পরিষদের পদও ছাড়েন।

অন্যদিকে, বিএনপি সাম্প্রতিক সময়ে বিভিন্ন শহীদ পরিবার ও আলোচিত তরুণ নেতৃত্বকে দলে টানার উদ্যোগ নিয়েছে। গতকালই (মঙ্গলবার) গণঅভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলে যুক্ত করেছে বিএনপি। তাঁকে ঢাকা-১৮ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে।

রাজনৈতিক মহলে জোর গুঞ্জন—আগামী দিনে আরও কয়েকজন পরিচিত মুখ বিএনপিতে যোগ দিতে পারেন।

এনএনবাংলা/