নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ৩১ অক্টোবর শুরু হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। তবে শুরু থেকেই রহস্য ছিল—বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোনো খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেনি। অবশেষে ক্যাম্প শুরুর ছয় দিন পর প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক দলে রয়েছেন ২৬ জন ফুটবলার। তবে পরে সংশোধিত তালিকায় নাম যোগ হয় আরও একজনের—ফলে প্রাথমিক দলের সংখ্যা দাঁড়ায় ২৭ জনে।
৩১ অক্টোবর ক্যাম্পের প্রথম দিনে ছিলেন ১৪ ফুটবলার। পরে আবাহনীর গোলকিপার পাপ্পু হোসেন যোগ দিলে সেই সংখ্যা হয় ১৫। বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার ৭ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।
২৭ জনের মধ্যে বর্তমানে ১৫ জন অনুশীলনে অংশ নিচ্ছেন। বাকি ১২ জনের মধ্যে বসুন্ধরা কিংসের ১০ জন রয়েছেন, যারা কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে ফিরবেন। এছাড়া দলে আছেন দুই বিদেশি বংশোদ্ভূত তারকা—হামজা দেওয়ান চৌধুরী ও শমিত সোম।
আগের থেকেই ধারণা ছিল, ফাহামিদুল ইসলামকে দলে রাখা হবে না। হংকং সফরে হলুদ কার্ডের কারণে একটি ম্যাচ নিষিদ্ধ থাকায় কোচ নেপাল ম্যাচের জন্য তাকে না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে হংকং সফরে বাদ পড়া কাজেম শাহ এবার ফিরেছেন প্রাথমিক দলে।
আগামী ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে নামবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ লড়াইয়ে।
বাংলাদেশের প্রাথমিক ২৭ জনের দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
বসুন্ধরা কিংস-মোহামেডানের পর ফিফার নিষেধাজ্ঞায় আবাহনী
পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় শাকিব খান
শাড়িকাণ্ডে তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি পুলিশ