November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 2:47 pm

জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

 

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুরের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।

এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ আরও ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত থেকে আব্দুল লতিফ সিদ্দিকী বর্তমান অন্তর্বর্তী সরকারকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উৎখাতের আহ্বান জানান, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কা সৃষ্টি করে।

ওই অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৭০ থেকে ৮০ জনের মধ্যে ১৬ জনকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—

মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম ওয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

‘মঞ্চ ৭১’ নামে নতুন সংগঠনটি গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করে। সংগঠনের ঘোষিত উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র প্রতিহত করা এবং জনগণকে আত্মত্যাগের জন্য প্রস্তুত করা। তবে পুলিশের দাবি, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছিল।

বর্তমানে হাইকোর্টের আদেশে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জামিনে মুক্ত হলেও, মামলার অন্যান্য আসামিদের বিষয়ে আদালতের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

এনএনবাংলা/