November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 3:29 pm

পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনও বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

 

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়—এ বিষয়ে সংবিধানে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রার পথে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় চালুর রায় একটি ঐতিহাসিক মাইলফলক হবে। জনগণ যেভাবে চাইবেন, সেভাবেই আইন প্রণয়ন হবে। শেষ পর্যন্ত জনগণই দেশ পরিচালনা করবেন।

রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় আমাদের সমাজে কুঠারাঘাত করেছে। এর ফলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে, সমাজব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি মৃত ব্যক্তিকেও ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর একদিন আগে বুধবার মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি জানান, ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছেন। তবে বৃহস্পতিবার তিনি ইঙ্গিত দিয়েছেন, পদে থেকেই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

এনএনবাংলা/