November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 3:49 pm

১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা

 

আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত আট দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে দেখা যায়, স্মারকলিপি গ্রহণের দায়িত্বে ছিলেন মহাপরিচালক। কিন্তু ৮ দলের পক্ষ থেকে দাবি করা হয়, স্মারকলিপি মহাপরিচালকের কাছে নয়, সরাসরি প্রধান উপদেষ্টার কাছেই দিতে হবে। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

গোলাম পরওয়ার বলেন, আমরা ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ আদিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের স্মারকলিপি পড়ে শুনিয়েছি। শিল্প উপদেষ্টা আমাদের দাবির বিষয়ে কোনো আপত্তি তোলেননি। তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, ১১ তারিখে ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের ৫ দফা দাবি মেনে দ্রুত সিদ্ধান্ত নিন। নতুবা ঢাকার পরিস্থিতি ভিন্ন রূপ নেবে।

এর আগে সমাবেশে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। ১০ তারিখের মধ্যে দাবি না মানা হলে ১১ তারিখে ঢাকা অচল করে দেওয়া হবে। আগে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না, প্রয়োজনে নির্বাচন দুই মাস পিছিয়ে দিতে হবে।

এনএনবাংলা/