ডেঙ্গু প্রতিদিন ক্রমশ চোখ রাঙাচ্ছে, নীরবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে, আর তার আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১,০৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৭১ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১৮৮ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৬,০২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তুলনামূলকভাবে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১১,২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। আর ২০২৩ সালের পুরো বছর জুড়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন ১,৭০৫ জন, হাসপাতাল ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন।
ডেঙ্গুর এই সংক্রমণ ক্রমবর্ধমান আকার ধারণ করায় স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
সাবেক মন্ত্রী মায়া ও তার পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
জেমকন গ্রুপের সিইও কাজী আনিসের ৭ কোটি টাকার সম্পদ ক্রোক, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়পুরহাটে মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া