পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে টানা ২২ ঘণ্টা দেশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত গাজীপুর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস বন্ধ থাকবে কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও আশপাশের এলাকায়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই এই সাময়িক বিঘ্ন ঘটবে। গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এনএনবাংলা/

আরও পড়ুন
সাবেক মন্ত্রী মায়া ও তার পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
জেমকন গ্রুপের সিইও কাজী আনিসের ৭ কোটি টাকার সম্পদ ক্রোক, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়পুরহাটে মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া