November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 6:58 pm

পিআর হলে কোনো সরকার গঠন নাও হতে পারে: খন্দকার মোশাররফ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়নের পেছনে ষড়যন্ত্র চলছে। এই পদ্ধতি চালু হলে এমনও হতে পারে যে দেশে কোনো সরকারই গঠন করা সম্ভব হবে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, “পিআর হলে এমপি জনগণের নয়, দলীয় হবে। কেউ কেউ পিআর ইস্যুকে সামনে এনে ভোট বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র করছে।”

তিনি আরও বলেন, “কিছু ব্যক্তি নন-ইস্যু নিয়ে সংকট তৈরির চেষ্টা করছে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে বলেন, “ফেব্রুয়ারি ভোটের জন্য সবচেয়ে নিরাপদ সময়। এর পরে যাওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতি দেশের জন্য গ্রহণযোগ্য নয়।”

এনএনবাংলা/