November 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 7:31 pm

ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড পেলো কেকেবিএইউর ৮ মেধাবী শিক্ষার্থী

খুলনা ব্যুরো:

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন  মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ ০৬ নভেম্বর ২০২৫ খি. তারিখ খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিকাল ৩:০০টায় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের আওতায় স্প্রিং-২০২৫ সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে এই ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড  (এফএফটিএ) প্রদান করেন প্রধান অতিথি হিসেবে উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর  রহমান।  তিনি বলেন শিক্ষা জীবনে ভালো ফল অর্জন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য অধ্যবসায় ও অনুশীলন জরুরি।  লেখাপড়ার এ সফলতার ধারা ধরে রাখার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার জন্য সর্বো”চ চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেদিকে সর্বো”চ গুরুত্ব দেওয়া হ”েছ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এফএফটিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভ‚তি ব্যক্ত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ফেরদৌউস আরা স¦র্ণা। এ সময় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার, ইংরেজি বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোঃ আহসান উল্লাহসহ ফুল ফ্রি টিউশন এওয়ার্ড প্রাপ্ত (এফএফটিএ) শিক্ষার্থী সিএসই বিভাগের আব্দুর রব রাজু, তাজনিম রহমান সাকির, মোঃ মোজাহিদুল আলম, ইইই বিভাগের রাসেল ইসলাম, বিজন কান্তি দরালী, ইংরেজি বিভাগের রিতু অধিকারী এবং আইএসএলএম বিভাগের  শিক্ষার্থী মো: রায়হান উপ¯তি ছিলেন ।