দুর্নীতির অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার পরিবারের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন।
দুদকের আবেদনে জানানো হয়, অভিযুক্তদের নামে অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তারা এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে বেহাত করার আশঙ্কা থাকায় এই ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।
আদালত সূত্রে জানা গেছে, অবরুদ্ধ হিসাবগুলোর মধ্যে মায়ার নামে রয়েছে ১৬টি ব্যাংক হিসাব, তার স্ত্রী পারভীন চৌধুরীর নামে ৩৬টি এবং ছেলে রাশেদুল ইসলামের নামে ২৯টি হিসাব।
দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন আদালতে এ আবেদন করেন। তিনি বলেন, অনুসন্ধান চলমান থাকা অবস্থায় যেন সম্পদ স্থানান্তর বা আত্মসাৎ করা না হয়, সে জন্যই হিসাবগুলো অবরুদ্ধ করা হয়েছে।
অনুসন্ধানের প্রেক্ষিতে ৮১টি ব্যাংক হিসাব মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১৮ ধারার বিধান মতে অবরুদ্ধ করা দরকার।
এনএনবাংলা/

আরও পড়ুন
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
পিআর হলে কোনো সরকার গঠন নাও হতে পারে: খন্দকার মোশাররফ
পাকিস্তান থেকে আনা ৩২ টন ‘পাখির খাদ্যে’ ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ