রংপুর প্রতিনিধি:
বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও গারিগরি সহযোগীতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত বাংলদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্প এর আওতায় ৫ নভেম্বর বুধবার গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের ০২ দিন ব্যাপি অনাবাসিক প্রশিক্ষণ সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী মোয়াজ্জম আহমেদ। প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণদের সালিশের পরিবর্তে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য পরামর্শ দিয়ে বলেন, সরকার আপনাদের ক্ষমতায়িত করেছে সে ক্ষমতা আপনাদের সঠিক ভাবে ব্যবহারের মাধ্যমে সাধারন মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে হবে। গাইবান্ধা জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ.কে. এম হেদায়েতুল্ ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণের শুভ উদ্বোধনী পর্ব সম্প্ন্ন হয়।
প্রথম দিবসে শেসন পরিচালনা করেন উপপরিচালক স্থানীয় সরকার, উপপরিচালক সমাজসেবা ও জেলা ম্যানজার গ্রাম আদালত সক্রিয়রণ (৩য়) পর্যায় প্রকল্প।প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন মো: মাসুদ রানা জেলা ম্যানেজার গ্রাম আদালত সক্রিয়রণ (৩য়) পর্যায় প্রকল্প, গাইবান্ধা।

আরও পড়ুন
ভাঙ্গুড়ায় সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, কৃষি প্রণোদনা নিয়েও তীব্র ক্ষোভ
তারেক রহমান অচিরেই টাঙ্গাইল-৫ আসনের প্রার্থিতা ঘোষণা করবেন: টুকু
মালয়েশিয়ায় শ্রমিক থেকে শিল্পপতি হলেন নাসিরনগরেল কৃতি সন্তান হাফেজ হুসাইন আহমাদ