November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 8:04 pm

নাটোরের বড়াইগ্রামে আদিবাসী হত্যা দিবস পালিত

শেফালী রানী নাটোর:

নাটোরের বড়াইগ্রামে আদিবাসী হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল জাতিগোষ্ঠীর তিন আদিবাসীকে গুলি করে হত্যার বিচার, ভূমি রক্ষা এবং আদিবাসীদের জীবনের নিরাপত্তার দাবিতে দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি যাদু কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মুন্ডা কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র উঁরাও, সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য বুদুরাম মাল পাহাড়িয়া, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, বড়াইগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার দাস, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর সদর উপজেলা শাখার আহ্বায়ক বাবুল পাহান, বড়াইগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মোহন বাগদী, সদস্য দিপংকর এক্কা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাগদাফার্মে পুলিশের গুলিতে শহীদ তিন আদিবাসী হত্যার বিচার করতে হবে। আদিবাসীদের ভূমি রক্ষা এবং আদিবাসীদের জীবনের নিরাপত্তার দায় রাষ্ট্রকেই নিতে হবে। এছাড়া আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রনালয় গঠনের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় পুলিশের গুলিতে তিনজন সাঁওতাল আদিবাসী হত্যাকাণ্ডের পর দিনটিকে ‘আদিবাসী হত্যা দিবস’ হিসেবে পালন করা হয়ে আসছে আদিবাসী সংগঠনগুলো।