টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনে তারেক রহমান অচিরেই প্রার্থিতা ঘোষণা করবেন, এই বিশ্বাস ও আস্থা আমার আছে।
তিনি বলেন, আমি বিভিন্ন সভা-সমাবেশে বলেছি, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব। আদর্শিক ও ঐক্যবদ্ধ টাঙ্গাইল হবে এটি আমাদের লক্ষ্য। টাঙ্গাইল ঐতিহ্যবাহী, রাজনৈতিকভাবে সমৃদ্ধ একটি জেলা। গুরুত্বের দিক দিয়েও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে টাঙ্গাইলকে উন্নয়নের মডেল টাউন হিসেবে গড়ে তুলতে চাই।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়নের দাবিতে এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নানা স্লোগানে টুকুর পক্ষে মনোনয়ন ঘোষণার দাবি জানান।
উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটিতে প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনটি এখনো ঘোষিত হয়নি।

আরও পড়ুন
ভাঙ্গুড়ায় সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, কৃষি প্রণোদনা নিয়েও তীব্র ক্ষোভ
মালয়েশিয়ায় শ্রমিক থেকে শিল্পপতি হলেন নাসিরনগরেল কৃতি সন্তান হাফেজ হুসাইন আহমাদ
নাটোরের বড়াইগ্রামে আদিবাসী হত্যা দিবস পালিত