বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম।
অস্ট্রেলিয়া থেকে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা কান্নায় ভেঙে পড়ে বলেন, মঞ্জুরুল ইসলাম তাকে একাধিকবার শারীরিক ও মানসিকভাবে হয়রানি করেছেন।
জাহানারার অভিযোগ করেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’
এছাড়া জাহানারা আরও অভিযোগ করে বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’
জাহানারা দাবি করেছেন, দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের দায়িত্বপ্রাপ্তদের কাছে এসব বিষয়ে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
তিনি বলেন, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের হেড নাদেল স্যারকে বলেছি। এক-দুই দিন ঠিক থাকতো, পরে আবার আগের মতোই হতো। এখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।”
উল্লেখ্য, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ২০২০ সালের অক্টোবরে বিসিবির নারী দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন। পরে টিম ম্যানেজার হিসেবেও কাজ করেন। এছাড়া তিনি বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির প্রোগ্রাম ম্যানেজার ছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
এবার টেলিভিশনে দেখা যাবে তারকাবহুল ‘উৎসব’
বসুন্ধরা কিংস-মোহামেডানের পর ফিফার নিষেধাজ্ঞায় আবাহনী
ক্যাম্প শুরুর ৬ দিন পর বাফুফের খেলোয়াড় তালিকা প্রকাশ