November 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 9:24 pm

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

 

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়—এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ যে চিঠি দিয়েছে, সেটি কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না। জাতিসংঘ এমন চিঠিতে সাড়া দেয় না।”

এর আগে গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলারের বরাবর একটি চিঠি পাঠায় আওয়ামী লীগ। চিঠিতে দলটি দাবি করে, বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে তা অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়, তাই এ নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাহার করা উচিত।

আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠিটি পাঠান দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ সাধারণত রাজনৈতিক দলের চিঠি বিবেচনা করে না। তারা সদস্য রাষ্ট্রের সরকারের সঙ্গে যোগাযোগ রাখে। তাই এ ধরনের উদ্যোগে কোনো কূটনৈতিক প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।

এনএনবাংলা/