পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। জাহিদ হোসেনের পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ ও শবনম বুবলী।
নির্মাতা জানান, ঢাকাইয়া দেবদাস মূলত প্রেমের গল্পের সিনেমা। দুজন মানুষের গল্পের মধ্যেই তুলে ধরা হবে পুরান ঢাকার ঐতিহ্য।
জাহিদ হোসেন বলেন, ‘পুরান ঢাকা এমন একটি স্থান, যেখানে বিভিন্ন ধর্ম, জাতি, সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষের অনুষ্ঠান পালন করে। আরও অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে।’
নির্মাতা জানান, আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং। আদর-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।
এনএনবাংলা/

আরও পড়ুন
জাহানারার ‘যৌন হয়রানি’ অভিযোগ তদন্তে স্বাধীন কমিটির দাবি তামিমের
এবার টেলিভিশনে দেখা যাবে তারকাবহুল ‘উৎসব’
নির্বাচক মঞ্জুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নারী ক্রিকেটার জাহানারার