November 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 7th, 2025, 8:22 pm

ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে: মির্জা ফখরুল

 

উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করার পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের দিনই গণভোট হতে হবে, অন্যথায় জাতি তা মেনে নেবে না।”

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‍্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে বাকশাল কায়েম হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন।”

তিনি আরও বলেন, “দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করেন এবং জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন।”

বিএনপি মহাসচিব জানান, দল সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছে ও আলোচনায় গৃহীত বিষয়ে স্বাক্ষরও করেছে। তবে তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে হওয়া ঐকমত্য থেকে সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, তাতে আমরা একমত হইনি। যদি রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে এতদিন ধরে চলা আলোচনারই বা মানে কী?”

কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের দাবিতে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের দিনই গণভোট হতে হবে। অন্যথায় জাতি তা মেনে নেবে না।”

উপদেষ্টা পরিষদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিনি আরও বলেন, “তারা নিজেরাই এমন পরিবেশ তৈরি করছে, যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”

এনএনবাংলা/