অনলাইন ডেস্ক :
পরিচালক সুকুমার ২০০৪ সালে নির্মাণ করেন ‘আরিয়া’ সিনেমা। এতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। মুক্তির পর দর্শক মহলে দারুণ সাড়া ফেলেন এই অভিনেতা। ৩ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছিল ৩০ কোটি রুপি। পাঁচ বছরের বিরতি নিয়ে ২০০৯ সালে আল্লুকে নিয়ে নির্মাণ করেন সিনেমাটির দ্বিতীয় পার্ট। এটিও সফলতার মুখ দেখে। এরপর কেটে গেছে একযুগ। পরিচালক সিনেমাটির তৃতীয় সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছেন। কিন্তু এতে থাকছেন না আল্লু অর্জুন। তার পরিবর্তে অভিনয় করবেন বিজয় দেবরকোন্ডা। তেলেগু বুলেটিন এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেনÑ‘‘আরিয়া থ্রি’ সিনেমায় আল্লু অর্জুনের পরিবর্তে বিজয় দেবরকোন্ডাকে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক সুকুমার। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা দেবেন সিনেমা সংশ্লিষ্টরা।’’ ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা’। আগামী ১৭ ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটির প্রথম অংশ। এটিও পরিচালনা করছেন সুকুমার। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফাহাদ ফাসিল।
আরও পড়ুন
মুক্তি পেল ‘হৃদয়ের আয়না’
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’