ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব ও ফেনী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আলাল উদ্দিন আলাল। ক্রিকেটারের ভঙ্গিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ জানিয়ে তিনি এখন ব্যাপক আলোচনায়।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নিজ বাড়ির পাশে একটি ধানক্ষেতে গিয়ে তিনি দুই হাত তুলে ক্রিকেটীয় ভঙ্গিতে একটি ছবি তোলেন এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে পড়লে পুরো জেলায় শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।
ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ আলালের এই ব্যতিক্রমী প্রতিবাদকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন, আবার কেউ কেউ দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।
দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারীসহ আরও কয়েকজন নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের নিয়ে ভার্চুয়ালি মতবিনিময় করেন।
এর আগে সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীর তিনটি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন। এতে ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে অধ্যাপক জয়নাল আবেদীন এবং ফেনী-৩ আসনে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নাম ঘোষণা করা হয়।
প্রাথমিক তালিকায় নিজের নাম না থাকায় আলাল উদ্দিন আলাল প্রতিবাদের অভিনব পথ বেছে নেন। তিনি জানান, অহিংস উপায়ে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানাতেই এই রিভিউ আবেদন করেছি। এখনো এটি চূড়ান্ত মনোনয়ন নয়, তাই আমরা পরিবর্তনের সুযোগ চাইছি। নতুন প্রজন্মের প্রতিবাদের ধরন বিবেচনায় নিয়েই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় ফেনীকে ‘লেবানন’ বা ‘মৃত্যুপুরী’ বলা হতো— এখন এখানে প্রতিবাদের ধরনও বদলে গেছে, সেটিই বোঝাতে চেয়েছি।
এনএনবাংলা/

আরও পড়ুন
সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু
‘দুর্নীতি-দুঃশাসন মুক্তিতে কারও সাথে আপস করবে না জামায়াত’
গণভোট নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় বিএনপি: হামিদুর রহমান