জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোট আয়োজনের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটির এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক সংলাপে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ জানান, গণভোট ইস্যুতে আলোচনা করতে তারা প্রস্তুত থাকলেও বিএনপি এতে আগ্রহ দেখাচ্ছে না।
আজাদ বলেন, আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম, কিন্তু তারা জানিয়েছে আমাদের সঙ্গে বসবে না। আমরা এখনো আলোচনায় আগ্রহী আছি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও এতে অংশ নিতে উদ্বুদ্ধ করব।
তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হলেও সেটি বাস্তবায়নের প্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ দেয়, তখন থেকেই মতভেদ তৈরি হয়।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংলাপ ও জনমত প্রকাশের গুরুত্ব তুলে ধরে আজাদ বলেন, গণতন্ত্রে আলোচনা এবং রাজপথে জনমতের প্রকাশ—দুটোই অপরিহার্য। আমরা কোনো ধরনের সহিংসতার পথ নিচ্ছি না।
জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবের বিরোধিতা জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় ভোটারদের মনোযোগ থাকে দল ও প্রার্থীকে ঘিরে। আমাদের দেশে ভোটকেন্দ্র দখলের প্রবণতাও আছে। একই দিনে দুটি ভোট আয়োজন করলে সময় ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়বে, ভোটার উপস্থিতিও কমে যাবে। পরে বলা হতে পারে জনগণ জুলাই চার্টারের পক্ষে রায় দেয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে প্রশাসন এখনো ফ্যাসিবাদী ধাঁচে পরিচালিত হচ্ছে, জনগণের আস্থা পুনরুদ্ধার হয়নি। তাই আগে গণভোট অনুষ্ঠিত হলে জনগণের আস্থা ফিরবে, এরপর জাতীয় নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক রহমান
অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু