ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করার ক্ষেত্রে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না বলে মন্তব্য করেছেন দলের আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জামায়াত প্রতিশ্রুতির রাজনীতি করে না; আমরা কথার সঙ্গে কাজের মিল রাখায় বিশ্বাসী। দেশ ও জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
গতকাল (শুক্রবার) রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ আসনের সমর্থকদের আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৫ আসনের সচিব শাহ আলম তুহিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন এবং মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে অনেকেই বাংলাদেশকে আমেরিকা-কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি তারা ভুলে যায়। গত ৫৪ বছরে দেশের মানুষ এসব ধোকাবাজির শিকার হয়েছে। এবার এসব প্রতারণার রাজনীতিকে ‘না’ বলতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমরা কারো দাদাগিরি মেনে নেব না, কারো নির্দেশনায় দেশ চলবে না। নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা বজায় রেখে মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে। পররাষ্ট্রনীতিতে কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে আমরা সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলবো।
নতুন প্রজন্মের প্রসঙ্গে তিনি বলেন, যুব সমাজকে এমনভাবে গড়ে তুলবো যাতে তারা সরকারের মুখাপেক্ষী না হয়ে আত্মনির্ভরশীল ও উদ্যোগী হয়। তারা নিজেরাই দেশের উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করবে।
জামায়াত আমির আরও বলেন, আমরা এতদিন অতীত নিয়ে ব্যস্ত থেকেছি, ফলে বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। এখন সময় এসেছে ইতিবাচক চিন্তা ও পরিকল্পনার মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তনের। আল্লাহ যদি আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেন, তবে আমরা নৈতিক ও আধুনিক শিক্ষা চালু, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত এবং উন্নত বিশ্বের সঙ্গে শ্রদ্ধা ও সম্প্রীতির সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলবো।
এর আগে ডা. শফিকুর রহমান পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমা, বাইতুল আরাফা মসজিদে আসর এবং বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে পশ্চিম মনিপুরে জামায়াত আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য দেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক রহমান
অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু