বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও দায়িত্ব সংবিধান দ্বারা নির্ধারিত, তাই এই কাঠামোর বাইরে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব নয়।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ভবিষ্যতে নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে গণভোটের বিধান যুক্ত করা যেতে পারে, কিন্তু এখনই তা করা সম্ভব নয়।
তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কথায় কথায় কোনো দাবি নিয়ে রাস্তায় নামা সমাধান নয়। যদি সবাই এভাবে রাস্তায় নামে, তাহলে সংঘর্ষের ঝুঁকি থেকেই যায়। আমাদের উচিত সংলাপ ও ঐক্যমতের মাধ্যমে এগোনো।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, আমাদের রাজনীতিতে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা কাজ করছে। কনসেনসাসের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ৩১ দফার অনেক বিষয় এখনো ঐক্যমতের মধ্যে আসেনি, কিন্তু তাই বলে আমি রাস্তায় নামবো না। আমি জনগণের কাছে যাব।
তিনি আরও বলেন, ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই—এটাই বাস্তবতা। আপাতত অধ্যায়টি বন্ধ। নিজের চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়। আপনি ক্ষমতায় এলে পরিবর্তনের উদ্যোগ নিতে পারেন।
চট্টগ্রামের সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে আমীর খসরু বলেন, ঘটনাটি একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তবে যারা নির্বাচন পেছাতে চায়, তারাই এ ঘটনার পেছনে আছে কি না, তা নিয়েও আমাদের সন্দেহ রয়েছে।
অর্থনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির শাসনামলে শেয়ারবাজারে কখনো ধস নামেনি, অর্থনীতি ছিল শক্তিশালী। আমরা সবসময় প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দিয়েছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জনগণ যেন ঘরে বসেই লাইসেন্স পেতে পারে, সে ব্যবস্থা করা হবে। যত বেশি জনগণকে ক্ষমতায়ন করা যাবে, তত বেশি উন্নয়ন হবে। দলের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি যোগ করেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এটি হবে জনগণের অধিকার, দয়ার দান নয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক রহমান
অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
চট্টগ্রাম বন্দরে ভিড়ল পাকিস্তানের যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’