প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্যরা নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয়ভাবে কাজ করছেন, তাই নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এখন যদি রাজনৈতিক দলগুলো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, অনেকে বলছেন, জুলাই চার্টার তৈরির সময় কৃষক, নারী ও শ্রমজীবী মানুষের সঙ্গে পরামর্শ করা হয়নি। কিন্তু রাজনৈতিক দলগুলো কি এসব জনগোষ্ঠীরই প্রতিনিধিত্ব করে না? জুলাই চার্টারে প্রয়োজনীয় সব বিষয়ই অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচনের পর চাইলে নতুন করে সংলাপের মাধ্যমে কিছু বিষয় যুক্ত করা যেতে পারে।
শেখ হাসিনাকে উদ্দেশ করে শফিকুল আলম বলেন, তিনি ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন। এর মানে কি দেশের সব মানুষই টেররিস্ট? সবাইকে হত্যা করে কি তিনি আবার ক্ষমতায় ফিরতে চান? আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে এখন সব রাজনৈতিক দলকেই একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক রহমান
অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
চট্টগ্রাম বন্দরে ভিড়ল পাকিস্তানের যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’