ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশকে ঘিরে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করতে চায় না নয়াদিল্লি। তবে তার মতে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের ক্ষেত্রে ভাষা নির্বাচনে আরও সতর্ক থাকা উচিত।
শুক্রবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নেটওয়ার্ক–১৮ গ্রুপের সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজনাথ সিং।
তিনি বলেন, “আমরা প্রতিবেশী বাংলাদেশকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু মনে করি। তাদের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চাই না। তবে এটাও পরিষ্কারভাবে বলতে চাই, ভারত যেকোনো পরিস্থিতি বা চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।”
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই ঢাকা–দিল্লি সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠেছে।
সম্প্রতি ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের সংসদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তুর্কি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেহমেত আকিফ ইলমাজ।
গত সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত ওই বৈঠকে শেষে ড. ইউনূস তাঁদের প্রত্যেককে উপহার দেন “আর্ট অব ট্রায়াম্ফ” নামের একটি বই। বইটিতে ২০২৪ সালের জুলাই–আগস্টের গণআন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনাবলির ছবি এবং দেয়ালচিত্র সংকলিত হয়েছে।
এই বৈঠকগুলো অনুষ্ঠিত হওয়ার পরই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত।
সূত্র: ফার্স্টপোস্ট
এনএনবাংলা/

আরও পড়ুন
অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
চট্টগ্রাম বন্দরে ভিড়ল পাকিস্তানের যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’
সিল্ট ট্রাপের পলি অপসারণে ড্রেজার সংকটে তিস্তা সেচ প্রকল্প ভরাট হয়ে যাচ্ছে সেচ ব্যবস্থার মূল প্রবাহপথ