November 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 8th, 2025, 4:09 pm

নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহী আসিনি: আইন উপদেষ্টা

 

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনসংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান।

নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, নির্বাচনের ব্যাপারে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।

তবে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন টিটিসিগুলোর ভূমিকা সম্পর্কে বলেন, দেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সারাদেশে শতাধিক টিটিসি রয়েছে। এখানকার প্রশিক্ষক ও কর্মকর্তারা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি আরও উল্লেখ করেন, রাজশাহীর মেয়েদের টিটিসি সারা দেশের মধ্যে অন্যতম সেরা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আসিফ নজরুল রাজশাহী টিটিসির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/