দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে তিনি মনে করেন, রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও গতি পাবে এবং সামনের দিনগুলোতে ইতিবাচক ফলাফল দেখা যাবে।
শনিবার (৮ নভেম্বর) টাঙ্গাইলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা ও অর্থ সহজলভ্য করার লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন করা হয়।
পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি প্রসঙ্গে গভর্নর বলেন, “বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে আইনজীবী পাঠিয়েছে যুক্তরাজ্যে। সেখানে একাধিক গ্রুপ অব কোম্পানির ক্লেম প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। এই উদ্যোগ সফল হলে শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান ও ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিও’র চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক