November 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 8th, 2025, 5:27 pm

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে — ড. আহসান এইচ মনসুর

টাঙ্গাইল প্রতিনিধি:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি ভবিষ্যতে আরও ভালোভাবে এগিয়ে যাবে।

পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতির বিষয়ে তিনি বলেন, “বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানির ক্লেমগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। যদি আমরা সফল হই, তাহলে দ্রুত ইতিবাচক ফলাফল আসবে।”

আজ শনিবার দুপুরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) উদ্যোগে ‘গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়া’ উদ্দেশ্যে টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি স্থানীয় রিসোর্টে আয়োজিত ‘এমএফআই-ব্যাংক লিংকেজ’ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এমআরএ-এর নির্বাহী ভাইস-চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যান ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।