নাটোর প্রতিনিধি
নাটোরে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে শনিবার (৮নভেম্বর) দুপুরে সদর “উপজেলা মিনি ষ্টেডিয়াম” শহরের কানাইখালি মাঠে এ ক্যাম্পুরী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা স্কাউটস্রে কমিশনার জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান এবং বাংলাদেশ স্কাউটস্রে আঞ্চলিক উপ পরিচালক আব্দুর রশীদ।
ক্যাম্পুরীর উদ্বোধনী সমাবেশে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, স্কাউটস্ কার্যক্রম শিক্ষার্থীদের সুন্দর হতে শেখায়, মানবিক মানুষ হতে শেখায়। ক্যাম্পুরীতে অংশগ্রহনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজে সুন্দর হবে, মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাবে, সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করবে। সর্বোপরি সততা ও সত্যের পথে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।
বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সম্পাদক ও কাব ক্যাম্পুরীর সদস্য সচিব এস এম গোলাম মহি উদ্দিন জানান, নাটোর জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে ৬০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহন করছেন।
ক্যাম্পুরীতে কাব প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্রান্ড ইয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধু গড়ি, ফান এন্ড গেইম কার্নিভাল, প্রাথমিক প্রতিবিধান, মহাতাঁবু জলসাসহ বিভিন্ন ইভেন্ট থাকছে।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার