December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 8th, 2025, 5:38 pm

বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষাকে অগ্রাধিকার দিবে-ব্যারিস্টার খোকন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষাকে অগ্রাধিকার দিবে। ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটাতে হবে। মানুষ যেনো নিরাপদে চলাফেরা করতে সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি জিয়াউর রহমানের ১৯ দফা ও পরবর্তীতে সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন করবে। নোয়াখালী-১ আসনকে আদর্শ নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫ টায় সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন। পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আলম ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব রেজায়ে রাব্বি মাহবুব।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুন, মাসুদের রহমান, ফখরুল আলম, লুৎফুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জালাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।