November 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 8th, 2025, 5:54 pm

খুলনার আওয়ামী লীগ নেতা  শেখ সোহেলের ঘনিষ্ট মামা কাজী ফয়েজ আটক

খুলনা প্রতিনিধি:

খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে  আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার (৭ নভেম্বর) ভোর রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম  বলেন, কাজী ফয়েজকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছিলাম। গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে বসুন্ধরায় ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইতোমধ্যে তাকে নিয়ে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে।পুলিশ জানায়, তিনি শেখ সোহেলের মামা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিজের প্রভাব খাটাতেন। তার নামে বে নামে রয়েছে কোটি কোটি টাকা ,হাতিয়ে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতাল,শেখ আবু নাসের হাসপাতালের আউট সোসিং কাজ করে করেছে টাকার পাহাড়।

এদিকে খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দ পুলিশ এমন খবর পাওয়ার পর জন গন মিষ্টি বিতারণ করছে এমন খবর পাওয়া গেছে।